কুমিল্লার হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুই বছরের শিশু ফাইজা আক্তার নামে প্রাণ হারিয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে ড্রাইভারের বেপরোয়া এ দুর্ঘটনা ঘটে। তবে এ সময় এসিল্যান্ড গাড়িতে ছিলেন না বলে জানা যায়।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মা এর সঙ্গে উপজেলা চত্বরে আসা ফাইজা হঠাৎ রাস্তায় চলে গেলে দ্রুতগতিতে প্রবেশ করা এসিল্যান্ডের সরকারি গাড়িটি তাকে চাপা দেয়, ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহত ফাইজার বাবা ফাইজুল হক হোমনায় উপজেলায় একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা। তাদের স্থায়ী বাড়ি বরিশাল জেলার ওজিরপুর উপজেলার তেরদ্রন পুটিয়া গ্রামে। ওষুধ কোম্পানির চাকরির সুবাদে বাসা নিয়ে বসবাস করেন।
এ ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলাম দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৌঁছান। সেখানে শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে এসিল্যান্ড নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।
আহাম্মেদ মোফাচ্ছের সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে আমি ছুটে আসি। শিশুটি আমার নিজের সন্তানও হতে পারত। ন্যায়বিচারের জন্য যা প্রয়োজন আমি করবো।
টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে-গ্রুপের শিক্ষার্থী।
এদিকে এই ঘটনায় হোমনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে নিহত ফাইজার বাবার সহপাঠীরা ঘাতক গাড়িচালককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসআর