শায়েস্তাগঞ্জে ‘তরফ রাজ্যের সাক্ষী শায়েস্তাগঞ্জ’-শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে এর প্রকাশনা অনুষ্ঠিত হয়। বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস। এতে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা।
প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, দুর্নীতি দমন কমিশন (দুদক) শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ম ম হাবিবুল ইসলাম, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর প্রভাষক অলিউল্লাহ জহির, বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, প্রবাসী প্রকৌশলী এমএ মুনিম চৌধুরী বুলবুল, প্রধান শিক্ষক হারনুর রশিদ তালুকদার, মো. নূরুল হক, মো. আবিদুর রহমান, পৌর যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাবেক কাউন্সিলর আব্দুল জলিল, সদস্য সচিব সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস শহীদ, দেশনাট্য গোষ্ঠীর সভাপতি মোহাম্মদ হারুনূর রশিদ (হারুন সাঁই), উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন, অগ্রণী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ সলিম উল্লাহ, সাংবাদিক মহিবুর রহমান, মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।
বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের অক্লান্ত চেষ্টায় তরফ রাজ্যের সাক্ষী শায়েস্তাগঞ্জ বইটি প্রকাশ হয়েছে। এ বইতে শায়েস্তাগঞ্জের ইতিহাস তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশ করায় ইউএনও পল্লব হোম দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিরা। অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয় বিদায়ী ইউএনও পল্লব হোম দাসকে।
ইখা