প্রান্তিক শিশু-কিশোরদের শিক্ষা, মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল সুরক্ষা নিয়ে কুড়িগ্রামে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের আরডিআরএস হলরুমে 'সমতার আলো' প্রকল্পের আওতায় ও আন্তর্জাতিক সংস্থা টেরে ডেস হোমস ইটালিয়ার অর্থায়নে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে প্রকল্পের কার্যক্রমগুলো তুলে ধরা হয়। যার মধ্যে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ধারাবাহিক শিক্ষা সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং এবং ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণের বিষয়টি উঠে আসে।
শিশুর সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণের আওতায় ৩ হাজার ৬০০ শিক্ষার্থীর মধ্যে কুড়িগ্রামে মানসিক স্বাস্থ্য কাউন্সিলিং ১ হাজার ৪৪০ জন, ডিজিটাল সচেতনতামূলক ক্লাস ১ হাজার ৪৪০ জন, ৩০ শিক্ষকের মধ্যে কুড়িগ্রামে ১২ জন শিক্ষক প্যাডাগজিকাল ও ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ, ৮৬ শিক্ষার্থীর মধ্যে কুড়িগ্রামে ক্যারিয়ার কাউন্সিলিং ৪৫ জন শিক্ষার্থী এবং ২২০০ অভিভাবক ও শিক্ষার্থীর সচেতনতামূলক ক্যাম্পেইনে কুড়িগ্রামে ৮০০ জন অভিভাবক সরাসরি সেবা নেন।
এতে প্রধান অতিথি ছিলেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, চিলমারীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আবু সাইদ মো. আব্দুল ওয়াহিদ, টেরে ডেস হোমস ইটালিয়ার প্রোগ্রাম ম্যানেজার বেনজির শাহ শোভন এবং প্রকল্প সমন্বয়ক হিরন্ময় সরখেল প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. কুদরত-এ-খুদা বলেন, “এটি একটি যুগোপযোগী প্রকল্প। শিক্ষা সহায়তা ও ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে কাজ করা বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলার কার্যকর উপায়। পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা আরো বেশি প্রয়োজন। এ ছাড়াও এই ধরনের উদ্যোগে সরকারি-বেসরকারি সমন্বয় অত্যন্ত প্রয়োজন।'
টেরে ডেস হোমস ইটালিয়ার প্রোগ্রাম ম্যানেজার বেনজির শাহ শোভন বলেন, 'এই উদ্যোগের মাধ্যমে কুড়িগ্রামসহ প্রকল্প এলাকার শিশু-কিশোরদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, সুরক্ষিত ও সমতার ভিত্তিক শিক্ষা পরিবেশ গড়ে তোলাই প্রধান উদ্দেশ্য, যেখানে প্রান্তিক শিশুরাও শিক্ষার সুযোগ পাবে সমানভাবে।'
ইখা