যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ তিন মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক (ব্যাটারিচালিত রিকসা) জব্দ করা হয়।
আটক মাদক কারবারীরা হলো যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের ছাবদার আলীর ছেলে ফারুক হোসেন (৩৭), একই গ্রামের এলেম মোড়লের মেয়ে মনোয়ারা খাতুন (২০) ও শার্শা থানার অগ্রভুলাট গ্রামের সাহেব আলীর মেয়ে রোজিনা খাতুন (৩৫) ।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।
লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বিজিবির একটি দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় শার্শা থানার কায়বা সীমান্ত এলাকা থেকে একটি ইজিবাইক জব্দ করা হয়। ইজিবাইক তল্লাশি করে ভারতীয় ৪০ বোতল উইন্সেরেক্স (নেশাজাতীয়) কফ সিরাপ পাওয়া যায়। এ সময় দুইজন নারী ও ইজিবাইক চালককে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।