হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার ও মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে হ্যাঙ্গার গেট-৮–এ রপ্তানি কার্গো তল্লাশির সময় ডাক বিভাগের মাধ্যমে রপ্তানির জন্য বুকিং করা একটি চালান থেকে অভিনব কায়দায় লুকানো কমলা রঙের ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, নিয়মিত স্ক্রিনিংয়ের সময় এভসেক সদস্যদের সতর্কতা, দক্ষতা ও নিখুঁত পর্যবেক্ষণের কারণে ফ্রান্সের প্যারিসগামী এই মাদক চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ হয়।
উদ্ধারকৃত ইয়াবাগুলো ডাক বিভাগের মাধ্যমে বিদেশে পাঠানোর জন্য কার্গোতে গোপনে প্যাকেজিং করা হয়েছিল। ঘটনাটি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালামাল ও মাদক জব্দ করে আইনানুগ প্রক্রিয়া শুরু করে।
বেবিচক জানায়, বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এ অভিযানে এভসেকের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনী নিরবচ্ছিন্নভাবে সহযোগিতা করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ মনে করছে, এই সফলতা দেশের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এসআর