পাবনার ঈশ্বরদীতে একটি তেলের মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট। এ ঘটনায় ওই তেলের মিলে ক্ষতি হয়েছে আনুমানিক ৫ লাখ টাকা।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার বহরপুর এলাকার রশিদ অয়েল মিল কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে, রশিদ অয়েল মিলের পাশেই মেসার্স রিপা কটন মিলস কারখানা রয়েছে। দুটি কারখানার মধ্যবর্তী পরিত্যক্ত স্থানে তুলার স্তুপ জমা রয়েছে। সেখানে একটি কদম গাছ কাটার কাজ করছিলেন কাঠশ্রমিকরা। আগুনের সূত্রপাতের নির্দিষ্ট কোন কারন পাওয়া না গেলেও ধারনা করা যাচ্ছে সেখানে কাঠশ্রমিকদের হাতের বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের ছড়িয়ে পড়া ধোয়া দেখে তেল মিলের দুজন শ্রমিক ফায়ার সার্ভিসে খবর দিলে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও রুপপুর ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
রশিদ অয়েল মিলসের এডমিন মোঃ মিনারুল ইসলাম বলেন, কাজ করার সময় হটাৎ করে দেখছি কারখানার পেছনে ফিল্টার কক্ষ থেকে ধোঁয়া বের হচ্ছে। দৌড়ে এসে দেখি পাশের কটন মিলের পরিত্যক্ত তুলার স্তুপ থেকে আগুনের শিখা জানালা দিয়ে আমাদের ফিল্টার কক্ষের ভিতরে চলে এসেছে। মূলত এ কক্ষে তেল ফিল্টার করার পর যে উচ্ছৃষ্ট হয় তা থেকে মোম তৈরি হয়। আর একারনেই আগুনের শিখা পাওয়া মাত্র আগুনের তীব্রতা বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কয়েক মিনিটের আগুনে প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এদিকে পাশেই মেসার্স রিপা কটন মিলসের ভিতরে গিয়ে আগুনের সূত্রপাতের স্থানটি দেখা হয়। সেখানে কর্মরত শ্রমিকরা জানান, হটাৎ করে তুলা পোড়ার গন্ধ পেয়ে আমরা নিজেরাই পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। তবে কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছিনা।
ঘটনাস্থলে উপস্থিত পাবনা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আগুনের খবর পেয়ে দুটি ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের নির্দিষ্ট কোন সূত্রপাত এখনও পাওয়া যায়নি। তবে শ্রমিকদের ভাষ্যমতে ধারনা করা হচ্ছে দুটি মিল কারখানার মধ্য স্থানে পরিত্যক্ত তুলার স্তুপের ওখানে কদম গাছ কাটার কাজ করছিলের কাঠশ্রমিকরা। তাদের হাতের কোন বিড়ি সিগারেট থেকে হয়তো এ ঘটনা ঘটেছে।
এসআর