পাকিস্তানের রেলমন্ত্রী মুহাম্মদ হানিফ আব্বাসি জানিয়েছেন, ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল (আইটিআই) রুটের মালবাহী ট্রেনটি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে পাকিস্তানের রাজধানী থেকে আবারও যাত্রা শুরু করবে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাওয়ালপিণ্ডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আঞ্চলিক সংযোগ সম্প্রসারণে দৃঢ় আগ্রহী। তাই মূলত এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।
রেলমন্ত্রী মুহাম্মদ হানিফ আব্বাসি বলেন, এই লক্ষ্য অর্জনে সহায়তা করতে পাকিস্তান রেলওয়ে চলতি বছরের শেষ নাগাদ রেল পরিবহনের সক্ষমতা বাড়াতে চায় এবং ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানোর এই নতুন সুযোগটি কাজে লাগাতে তিনি আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, ইসলামাবাদ-তেহরান-ইস্তাম্বুল (আইটিআই) কনটেইনার ট্রেন পুনরুজ্জীবিত করার কর্মসূচি ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। তিনি এও বিশ্বাস করেন যে, এই সংযোগ ব্যবহারের মাধ্যমে পাকিস্তানের আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।
এমআর-২