চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গলায় ফাঁস দিয়ে বাবুল আক্তার (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার সন্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল সন্তোষপুর গ্রামের পশ্চিমপাড়ার জামাত আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল থেকে বাবুল স্বাভাবিকভাবেই কাজকর্ম করছিলেন। দুপুরের দিকে তিনি সবার অজান্তে ঘরের বাঁশের আড়ার সাথে মাফলার গলায় পেচিয়ে আত্মহত্যা করে। পরে তার স্ত্রী ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করে।
বাবুল আক্তারের পিতা জামাত আলী জানান জানান, তার ছেলে বাবুলের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা ছিলো। এর আগেও বেশ কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করেছিল। তার ৮ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। এবং তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রিপন কুমার দাস জানান, দুপুরে সন্তোষপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা শুনেছি। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরডি