এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    টেকনাফে দৃষ্টি প্রতিবন্ধীদের ‘ব্লাইন্ড ক্রিকেট’ ম্যাচ অনুষ্ঠিত

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম

    টেকনাফে দৃষ্টি প্রতিবন্ধীদের ‘ব্লাইন্ড ক্রিকেট’ ম্যাচ অনুষ্ঠিত

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পিএম

    আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা (National Grassroots Disabled Organisation- (NGDO) আয়োজনে কক্সবাজারের টেকনাফ উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে এক ব্যতিক্রমী খেলা 'ব্লাইন্ড ক্রিকেট' টুর্নামেন্টের অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে টেকনাফ পৌরসভা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায়, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সর্বোমোট ২৪ জন দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।

    আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সিবিএম গ্লোবাল (CBM Global) এবং সমতার বাংলাদেশ ক্যাম্পেইন (Shomotar Bangladesh Campaign) এর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টে শহীদ মোস্তাক টিম ও শহীদ জুয়েল টিম নামে দুটি দল উক্ত খেলায় অংশগ্রহণ করে।

    জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বশির আল হোসাইন সভাপতিত্বে এবং জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা এ ফোর সি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর কবির হোসেনের সঞ্চালনায় জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ আলোচনা ও ব্লাইন্ড ক্রিকেট ম্যাচের মহতি কার্যক্রম শুরু হয়।

    এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূর হোসাইন। টেকনাফ উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি ফরহাদুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

    প্রতিবন্ধীদের নিয়ে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যের এই মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য।’

    গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে খেলাধুলা পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার দাবি জানান তারা। তাছাড়া প্রতিবন্ধী দিবসের এই আয়োজনটি সমাজে দৃষ্টি প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহ জোগাবে ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করারও আহ্বান জানান বক্তারা।

    পরিশেষে প্রধান অতিথি সহ উপস্থিত সকলে মিলে বিজয়ী ও রানার-আপ টিমের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেছেন।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…