কুমিল্লার তিতাস উপজেলায় ঘরের জানালার গ্রিল কেটে দেড় লাখ টাকা, স্বর্ণালংকার, রূপা ও মূল্যবান দলিলপত্র চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর দক্ষিণ পাড়ার মৃত শামসুল হকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. হেলাল জানান, দুই দিন আগে তিনি পরিবার নিয়ে তার বোনের বাড়িতে বেড়াতে যান। বুধবার সকাল ১১টার দিকে ঘরের বাকি সদস্যরাও ঘর তালাবদ্ধ করে বেড়াতে চলে যান। পরে বিকেল ৪টায় বাসায় ফিরে দরজা খোলা ও জানালার গ্রিল কাটা অবস্থায় দেখতে পান তিনি।
এ সময় ঘরে প্রবেশ করে দেখা যায়, স্টিলের আলমারি ভেঙে ভেতরের দুইটি ড্রয়ার তছনছ করা হয়েছে এবং ঘরের প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরের দল সেখান থেকে নগদ দেড় লাখ টাকা, প্রায় ২ ভরি স্বর্ণ, ৫ ভরি রুপার অলংকার ও জায়গার গুরুত্বপূর্ণ দলিলপত্র চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা অতীতে আমাদের ঘরে হয়নি। এটি পরিকল্পিতভাবেই করা হয়েছে বলে আমার ধারণা।’
এ বিষয়ে তিতাস থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী হেলাল।
এসএম