এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পাবনার সেই মা কুকুর পেল দুই নতুন ছানা

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম

    পাবনার সেই মা কুকুর পেল দুই নতুন ছানা

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম

    পাবনার ঈশ্বরদীতে আলোচিত কুকুরের আটছানাকে বস্তাবন্দি করে ডুবিয়ে হত্যার পর নিজের সন্তানকে হারিয়ে পাগলপ্রায় অবস্থায় ঘুরছিলেন মা কুকুর 'টম'। নিজের মাতৃদুগ্ধ ছানাগুলোকে পান করাতে না পেরে অনেকটাই অসুস্থ হয়ে ঝিমিয়ে পড়েছিল মা কুকুরটি। তবে তার কষ্ট দেখে বসে থাকেননি স্বেচ্ছাসেবী একটি সংগঠন 'ঈশ্বরদীয়ান'। এ সংগঠনের পরিচালক অমিত শাহরিয়ার নিজ উদ্যোগে অন্য দুটি কুকুর ছানাকে এনে মা কুকুরটির দুগ্ধ পান করিয়ে নিজ সন্তানগুলোকে হারানোর যে বেদনা তা কিছুটা হলেও লাঘবের চেষ্টা করেছেন।

    এদিকে দুটি বাচ্চাকে কাছে পেয়ে আদর করে নিজের স্তনে জমে থাকা দুধ পান করাতে দেখা গেছে ওই মা কুকুর টমকে। এতে কুকুরটি অনেকটাই সুস্থ্য হয়ে উঠতে শুরু করেছে। স্বেচ্ছাসেবী সংগঠন ঈশ্বরদীয়ানের পরিচালক অমিত শাহরিয়ারের এমন প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকলেই।

    বুধবার(৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ওই কুকুরছানা দুটিকে এনে মা কুকুরের কাছে রেখে দেওয়া হয়।

    ঈশ্বরদীয়ান সংগঠনের পরিচালক অমিত শাহরিয়ার জানান, গত ৩ দিন আগে উপজেলা পরিষদ চত্বরের একটি মা কুকুরের আটছানাকে বস্তাবন্দি করে ডুবিয়ে হত্যা করা হয়। নিজের সন্তানকে হারিয়ে পাগলপ্রায় অবস্থায় ব্যাপক কষ্ট পাচ্ছিলো মা কুকুরটি। তার সন্তানদের ফিরে পাওয়ার আর্তনাদে যেন আকাশ-বাতাশ ক্রমশই ভারী হয়ে উঠছিলো। আমাদের কাছে মনে হচ্ছিলো নিজের মাতৃদুগ্ধ জমে বেশ ব্যথা অনুভব করছে কুকুরটি। পরে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামানের সঙ্গে কথা বল্লে তিনি আমাকে পরামর্শ দেন অন্য কুকুরের দুটি ছানা এনে মা কুকুর টমের কাছে দেওয়া যায় কি না। মূলত তার পরামর্শমতেই আমি আমার বাসার পাশে আমারই পালিত একটি কুকুরের ৭ টি ছানা থেকে দুটি ছানা এনে দেই। প্রথমে মা কুকুরটি এনে দেওয়া দুটি ছানা মেনে নিতে না চাইলেও পরে তার স্তন থেকে দুধ বের করে ছানা দুটির মুখে মাখিয়ে তার কাছে বসিয়ে দেই। তারপর থেকে মা কুকুর 'টম' ছানা দুটিকে নিজের ছানা মনে করে নিজের স্তনের দুধ পান করানো শুরু করে। শুধু তাই নয় বর্তমানে ওই দুটি ছানাকে সঙ্গে করে মা কুকুরটি ঘুরছেন।

    এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, বাহির থেকে অন্য দুটি কুকুর ছানাকে এনে মা কুকুরের কাছে রাখা হয়েছে। এতে সন্তান হারনোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে ওই মা কুকুরের। এমন মানবিক উদ্যোগ নেওয়া ঈশ্বরদীয়ান সংগঠনের পরিচালক অমিত শাহরিয়ার প্রশংসার দাবিদার। আমাদের পক্ষ থেকে তো মা কুকুরের জন্য শুরু থেকেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আজ থেকে আবার মা কুকুরের বিশেষ চিকিৎসার জন্য ভেটেরিনারি সার্জন ফারুক হোসেনকে প্রধান করে ৮ সদস্যের একটি "ইমারজেন্সি ভেটেরিনারি মেডিকেল টিম" গঠন করা হয়েছে। এ টিমের সদস্যরা সার্বক্ষণিক ওই মা কুকুরের খোঁজখবর রাখছেন।

    ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, ঈশ্বরদীয়ান নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক শাহরিয়ার অমিত তার বাড়ির পাশে তারই পালিত একটি কুকুরের ৭ টি ছানা থেকে ২ টি ছানা মা কুকুরের কাছে এনে দিয়েছে। মা কুকুর খুব স্বাচ্ছন্দে দুটি ছানাকে তার স্তনের দুধ পান করাচ্ছেন এবং সঙ্গে নিয়ে ঘুরছেন। এতে সে কিছুটা হলেও সন্তান হারানোর বেদনা ভুলে থাকবে। এমন উদ্যােগকে সাধুবাদ জানাই।

    উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোনায় থাকতো ‘টম’ নামের একটি কুকুর। এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করে। সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকে ছানাগুলো না পেয়ে পাগলপ্রায় অবস্থায় কান্না আর ছোটাছুটি করতে দেখা যায় মা কুকুরকে। পরে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী জীবিত আটটি কুকুর ছানাকে বস্তায় ভরে রোববার রাতের কোনো এক সময় ফেলে দেন উপজেলা পরিষদের পুকুরে।

    পরদিন সকালে পুকুর থেকে ছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি খাতুনের নামে ২ নভেম্বর রাতে মামলা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন। মামলার দুই ঘণ্টা পর রাত ১টার দিকে নিশি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে অভিযুক্তের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…