ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ১২ মাওবাদী বিদ্রোহী ও তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) ছত্তিশগড়ের বিজাপুর-দান্তেওয়াড়া জেলা সীমান্তের গভীর বনাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভারতীয় এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাওবাদী গেরিলাদের দমনে নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযান চলাকালে এ সংঘর্ষ হয়। সপ্তাহ দুয়েক আগে একই এলাকায় অভিযান চালিয়ে মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতা মাদভি হিদমা, তার স্ত্রী এবং আরও চারজন যোদ্ধাকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।
ছত্তিশগড় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুন্দররাজ পাট্টিলিঙ্গম বলেন, বিজাপুর-দান্তেওয়াড়া সীমান্তের সংঘর্ষস্থল থেকে ১২ মাওবাদী বিদ্রোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত ও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
দান্তেওয়াড়া ও বিজাপুর ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এলিট ইউনিট কোবরা এই অভিযানে অংশ নেয়।
পাট্টিলিঙ্গম বলেন, ‘ডিআরজি বিজাপুরের হেড কনস্টেবল মনু ভাদাদি, কনস্টেবল দুকরু গোঁড়ে এবং জওয়ান রমেশ সোধি এই অভিযানে মারা গেছেন। আরও দুই ডিআরজি সদস্য আহত হয়েছেন।’
বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানান, পশ্চিম বস্তার ডিভিশনের এই সংঘর্ষস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে এবং এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।
চলতি বছরে ছত্তিশগড়ে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে ২৭৫ জন মাওবাদী নিহত হয়েছেন। এর মধ্যে বস্তার বিভাগের সাতটি জেলায় ২৪৬ জন, রায়পুর বিভাগের গারিয়াবন্দ জেলায় ২৭ জন এবং দুর্গ বিভাগের মোহলা-মানপুর-আমবাগড় চৌকি জেলায় ২ জন মাওবাদী নিহত হয়েছেন।
ভারতে বামপন্থী ‘উগ্রবাদ’ সম্পূর্ণ নির্মূল করতে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে দেশটির সরকার।
এবি