মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে একটি ব্যক্তিগত মৎস্য প্রজেক্টে রহস্যজনকভাবে বিষ প্রয়োগ করে লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোররাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। এতে প্রায় সাত মাসের পরিশ্রমে গড়ে ওঠা দুই বিঘা আয়তনের পুরো মাছের ঘের মুহূর্তেই ধ্বংস হয়ে যায়।
প্রজেক্টের মালিক সিয়াম (২৫), পিতা আবুল হোসেন, জানান প্রায় ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ঘেরে ছেড়েছিলেন। ইতোমধ্যে মাত্র ৩০ হাজার টাকার মাছ বিক্রি করতে পেরেছেন। বাকি সব মাছ বিষ প্রয়োগে মারা যাওয়ায় তিনি এখন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত।
সিয়াম ক্ষোভ ও কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বুঝতেই পারছি না কে বা কারা এমন কাজ করল। সাত মাস ধরে যত কষ্ট করি, সব শেষ। বাকী মাছ সব মাইরা ফালাইছে।”
স্থানীয়রা জানান, ভোরে ঘেরে মৃত মাছ ভেসে উঠতে দেখেই বিষয়টি প্রকাশ পায়। ঘটনার পর এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিহিংসা বা শত্রুতার জেরে এ ঘটনার ঘটেছে কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।
এলাকা সূত্রে জানা যায়, বড় রায়পাড়ার এই মৎস্য প্রজেক্টটিতে নিয়মিত খাওয়ানো, পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণ করা হতো। কিন্তু ঘটনাস্থলে মাছ মরে ভেসে ওঠার ধরন দেখে স্থানীয়দের ধারণা, ঘেরে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে সিয়াম দ্রুত প্রশাসনের সহযোগিতা ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। ঘটনার তদন্ত ও দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত যুবক সিয়ামসহ স্থানীয়রা।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, আমরা শুনেছি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নিবো।
এসআর