কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ি ফেরার পথে প্রাইভেটকার চাপায় মাওলানা সামছুল হক (৫৯) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকার ও চালককে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর থানারঘাট সড়কের মজিতপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সামছুল হক উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মজিতপুর গ্রামের টাঙ্গী বাড়ির বাসিন্দা। তিনি মজিতপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে থানারঘাট থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন সামছুল হক। মজিতপুর আশ্রমসংলগ্ন কুয়েতী মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে তাকে চাপা দেয়। এতে সামছুল হক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সামছুল হককে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকার চাপায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী প্রাইভেটকার ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসআর