নওগাঁর ধামইরহাটে চলতি অর্থবছরে সরকারিভাবে আমন ধান ও চাল ক্রয় শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।
জানা গেছে, চলতি মৌসুমে ৩৪ টাকা কেজি দরে ২১৮ মেট্রিকটন ধান ও ৫০ টাকা কেজি দরে ২৬৫ মেট্রিকটন চাউল ক্রয় করা হবে। আগামি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও চাল ক্রয় কার্যক্রম চলমান থাকবে। এতে একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ ৩ মেট্রিকটন ধান সরকারিভাবে বিক্রয় করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, খাদ্য পরিদর্শ মোস্তাফিজুর রহমান, উপসহকারি খাদ্য পরিদর্শক নুর ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজার রহমান, ধান-চাল সমিতির সভাপতি ফজলুর রহমান, মিলার আবদুর হান্নান, সালমান সাদিক প্রমুখ।
ইখা