ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছরের শিশু জায়ান রহমান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকার সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হেলেঞ্চা বাজারে হত্যাকাণ্ডের শিকার হওয়া নিষ্পাপ শিশুর ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবার-পরিজন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং কয়েক শতাধিক সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ঘাতকদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার জোর দাবি জানান। বক্তারা বলেন, ‘মাত্র সাত বছরের নিষ্পাপ শিশু জায়ানকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তারা সমাজের শত্রু। এদের দ্রুত বিচার হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।’
এ সময় বক্তারা মামলার তদন্তে পুলিশের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে মূল আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর উপজেলার পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্যার ছেলে জায়ান রহমানের মরদেহ বাড়ির পাশের একটি ঝোপের আড়ালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে নিহতের মা সিনথিয়া বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর গত ২৫ নভেম্বর ঝুলন্ত মরদেহের সাথে পাওয়া রশির সূত্র ধরে প্রতিবেশী ইউনুচ মোল্যা নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
এসএম