২০২৬ সালের সংসদ নির্বাচনকে একটি ঐতিহাসিক নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের নতুন এক অধ্যায়। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠিত হবে।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা পেকুয়ায় ধানের শীষের গণসংযোগ চলাকালে এক পথসভায় এসব কথা বলেন কক্সবাজার-১ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ। এদিন তিনি নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার মগনামা, উজানটিয়া এবং পেকুয়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
তিনি বলেন, ‘ফ্যাসিষ্ট হাসিনা দীর্ঘ ১৭ বছর বাংলাদেশে বাকশাল কায়েম করে রেখেছিলো। মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। স্বাধীনভাবে কথা বলতে পারেনি। সব অধিকার হরণ করা হয়েছিলো। ৫ই আগস্ট গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার ঐতিহাসিক কবর রচিত হয়েছে।’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।’
এ ছাড়াও বিএনপি ক্ষমতায় এলে লবনের ন্যায্যমূল্য নিশ্চিত, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ, বেকারত্ব দুর, ফ্যামিলি কার্ড বিতরণসহ তাঁর অসমাপ্ত কাজগুলো শেষ করারও আশ্বাস দেন। এর আগে তিনি মগনামার পূর্বকূল রঙ্গীখালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন৷
এসএম