আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আরাফাত সিদ্দিকীর নিকট তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, মনজুরুল অহেদ নিক্সন, আব্দুল আউয়াল ফরাজী, আব্দুল মতিন এবং আনিসুজ্জামান মৃধাসহ স্থানীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দিয়ে ডা. মাহবুবুর রহমান লিটন জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং উপজেলার সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এসআর