ভোলার চরফ্যাশনের শশিভূষণে আগুনে ১২ টি দোকান ঘর পুরে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবী করছেন ব্যবসায়ীরা।
রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শশিভূষণ থানার জাহানপুর ইউনিয়নের জলিল ব্যাপারীর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে কনফেকশনারী, মুদি ও চায়ের দোকান। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলেন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত রোববার রাতে কাজ শেষে বাজারের দোকান গুলো বন্ধ করেন দোকানিরা। পরে রাত ১২ টার দিকে স্থানীয় কয়েকজন বাজারের একটি দোকানে আগুনে জ্বলতে দেখেন। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে। মূহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ১২ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসদ মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত করা যায়নি। এছাড়াও ক্ষয়ক্ষতি হিসাবে ফায়ার সার্ভিস কাজ করছে।
এসআর