সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূ ও কলেজছাত্রী মোছাঃ রিয়া খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
নিহত রিয়া খাতুন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুক বাবদ তিন লাখ টাকা দাবিতে রিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। একপর্যায়ে গত ৯ নভেম্বর তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় গত ১২ ডিসেম্বর নিহতের পরিবারের পক্ষ থেকে উল্লাপাড়া মডেল থানায় রিয়ার স্বামী সোহেল রানাসহ মোট পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
দীর্ঘদিন পর প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার কিছুটা স্বস্তি প্রকাশ করলেও তারা মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ইখা