এইমাত্র
  • রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
  • সিআইএর ‘ডাবল এজেন্ট’ অলড্রিখ এইমসের মৃত্যু
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ ব্লাকআউট থেকে ফিরেছে বার্লিন
  • নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলছে অস্ট্রেলিয়া
  • ট্রাম্প-নেতানিয়াহুকে ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি
  • পিএসএলে নিবন্ধন করলেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি
  • হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস
  • যুক্তরাষ্ট্রের তাড়া করা ট্যাংকারের সুরক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া
  • সাবেক এয়ার চিফ অব স্টাফকে চীনে রাষ্ট্রদূত করে পাঠাল মিয়ানমার
  • হলফনামায় স্বাক্ষর-ছবি না থাকলে মনোনয়ন বৈধ হয় কীভাবে, প্রশ্ন শেখ মজিবুর রহমানের
  • আজ বুধবার, ২৪ পৌষ, ১৪৩২ | ৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম
    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

    নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

    এস এম অলিউল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে মায়ের মৃত্যুর পঞ্চম দিনে কুলখানির প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে মরহুমের মায়ের কুলখানির আয়োজন চলাকালে জবাইকৃত গরুর রক্ত পরিষ্কার করছিলেন মো. আবুল হোসেন। এ সময় বাড়ির আঙিনার পাশের একটি নারিকেল গাছে ঝুলে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নিকটবর্তী নবীনগর সরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

    মরহুম মো. আবুল হোসেন নবীনগর উপজেলার রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন। তিনি উপজেলা পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও গভীর শোকের অনুভূতি বিরাজ করছে।

    তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি ঘিরে শত শত মানুষের ভিড় জমে ওঠে। শোকার্ত পরিবারের আহাজারি ও কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

    এ ঘটনায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। দলীয় নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক তার ও সংযোগ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান স্থানীয় সচেতন মহল।

    ঘটনায় গভীর শোক প্রকাশ করে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-০৫ নবীনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান  বলেন, “মো. আবুল হোসেন ছিলেন দলের একজন নিষ্ঠাবান, ত্যাগী ও পরীক্ষিত নেতা। মায়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”

    তিনি আরও বলেন, “এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকতে হবে।”

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…