আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন জমা কার্যক্রম চলছে। সোমবার (৫ জানুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আজ বুধবার (৭ জানুয়ারি) তৃতীয় দিনের মতো আপিল আবেদন জমা নেওয়ার কার্যক্রম চলছে। প্রথম দিনে ৪২টি এবং দ্বিতীয় দিনে ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। এ পর্যন্ত মোট আপিল আবেদন জমা হয়েছে ১৬৪টি।
সম্প্রতি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।
ইসি জানিয়েছে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দুই দিনে মোট ১৬৪টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে মঙ্গলবার ১২২টি এবং সোমবার ৪২টি আবেদন জমা হয়।
ইসি সূত্রে জানা গেছে, আপিল আবেদনকারীদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। মূলত মোট ভোটারের ১ শতাংশ স্বাক্ষর সংক্রান্ত তথ্যে গরমিল থাকায় এসব আপিল করা হয়েছে।
আপিল আবেদন গ্রহণের কার্যক্রম চলবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
ইখা