এইমাত্র
  • আইসিসিকে আবারও মেইল পাঠালো বিসিবি
  • ১৭ জানুয়ারি কক্সবাজার, ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান
  • মুছাব্বির হত্যায় ব্যবহার হয় ভাড়াটে শুটার, দুজন চিহ্নিত
  • প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ, প্রতি পদে গড়ে ৭৫ প্রার্থী
  • আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প
  • দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: ফখরুল
  • অ্যাথলেটিকোকে হারিয়ে ফাইনালে বার্সার সঙ্গী রিয়াল মাদ্রিদ
  • ইরানে বিক্ষোভে চাপের মুখে খামেনি প্রশাসন, সরকারি ভবনে আগুন
  • পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত
  • চার দিনে ইসিতে ৪৬৯টি আপিল
  • আজ শুক্রবার, ২৬ পৌষ, ১৪৩২ | ৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সুন্দরবনের দস্যু প্রধান মাসুম মৃধা আটক

    সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম
    সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

    সুন্দরবনের দস্যু প্রধান মাসুম মৃধা আটক

    সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

    সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনী ২ জন পর্যটকসহ গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করা ডাকাত বাহিনীর প্রধান মাসুম মৃধাকে আটক ও তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কোষ্টগার্ড মিডিয়া কর্মকর্তা  লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    ‎গত ২ জানুয়ারি শুক্রবার সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোট যোগে ভ্রমণকালে ডাকাত মাসুম বাহিনী ২ জন পর্যটকসহ গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে জানালে কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফিনান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে টানা ৪৮ ঘণ্টা অভিযানের পর জিম্মিকৃত পর্যটক ও রিসোর্ট মালিককে নিরাপদে উদ্ধার করে।

    ‎এ সময় ডাকাত চক্রের ৮ সদস্য কুদ্দুস হাওলাদার, মোঃ সালাম বক্স,মেহেদী হাসান, আলম মাতব্বর, অয়ন কুন্ডু, মোঃ ইফাজ ফকির, জয়নবী বিবি এবং মোছা মৃধা কে সুন্দরবন, দাকোপ এবং খুলনার বিভিন্ন এলাকা থেকে আটক করে দাকোপ থানায় হস্তান্তর করে।

    ‎আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ৭ জানুয়ারি  বুধবার কোস্ট গার্ড খুলনার তেরোখাদা থানার ধানখালী সংলগ্ন এলাকা হতে বাহিনীটির প্রধান মাসুম মৃধা (২৩) কে আটক করে। পরবর্তীতে ডাকাত মাসুম মৃধার দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১ টি চাইনিজ কুড়াল, ২ টি দেশীয় কুড়াল, ১ টি দা, ১ টি স্টিল পাইপ ও  মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে। এছাড়াও জিম্মি পর্যটকদের ৫টি মোবাইল ফোন এবং ১ টি হাতঘড়ি উদ্ধার করে ।

    ‎আটক ডাকাত এবং জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    ‎উল্লেখ্য, কোস্ট গার্ড গত এক বছরে সুন্দরবনে ডাকাত ও জলদস্যু বিরোধী অভিযান পরিচালনা করে মোট ৩৮টি আগ্নেয়াস্ত্র, ২টি হাতবোমা, ৭৪টি দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি, ৪৪৮ রাউন্ড কার্তুজ এবং জিম্মি থাকা ৫২ জন নারী ও পুরুষকে উদ্ধার করে। এসব অভিযানে মোট ৪৯ জন সক্রিয় ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…