এইমাত্র
  • নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
  • সরকারি বাঙলা কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত
  • বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বিসিবির
  • মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৫ দফা দাবি
  • ঝিনাইদহে মাদকসহ কারবারি আটক
  • টানা ষষ্ঠ হারে বিদায়ের দ্বারপ্রান্তে নোয়াখালী
  • মদ্যপ অবস্থায় মারামারি করে জরিমানা গুনলেন ব্রুক
  • শীত উপেক্ষা করে কিশোরগঞ্জের হাওরে বোরো আবাদে ব্যস্ত কৃষকেরা
  • আমতলীতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
  • ইতালিতে তীব্র শীত, ইয়েলো জোনে সতর্কতা জারি
  • আজ বৃহস্পতিবার, ২৫ পৌষ, ১৪৩২ | ৮ জানুয়ারি, ২০২৬
    খেলা

    কোচ নাকি ক্লাব মালিক, অবসরের পর কোনটি বেছে নেবেন মেসি?

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

    কোচ নাকি ক্লাব মালিক, অবসরের পর কোনটি বেছে নেবেন মেসি?

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০২:৫৭ পিএম

    ফুটবল ক্যারিয়ারের অন্তিম লগ্নে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ ফুটবল বিশ্বকাপের পরই বুট জোড়া তুলে রাখবেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এনিয়ে প্রায়ই তাকে প্রশ্নেরও সম্মুখীন হতে হয়। 

    তবে এবার তাকে প্রশ্ন করা হলো একটু ভিন্নভাবে। আর্জেন্টাইন স্ট্রিমিং চ্যানেল ‘লুজু টিভি’-তে দেওয়া সাক্ষাৎকারের সময় তাকে প্রশ্ন করা হয়,  ভবিষ্যতে কি তিনি নিজেকে কোচ হিসেবে দেখছেন নাকি ক্লাবের মালিক হবেন? জবাবে এলএমটেন জানালেন, অবসরের পর নিজের ক্লাব পরিচালনা ও তার উন্নয়নে কাজ করার ইচ্ছা আছে।

    সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, কোচ হওয়া তাকে টানে ঠিকই, তবে নিজের একটি ক্লাব গড়ে তোলার ভাবনাই তার কাছে বেশি অর্থবহ। নিচের স্তর থেকে শুরু করে একটি দলকে ধীরে ধীরে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াটিই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে বলে জানান তিনি।

    এদিকে মাঠের ফুটবলেও সময় দিচ্ছেন সমানতালে। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন মেসি। খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি ক্লাব ব্যবস্থাপনা ও মালিকানার অভিজ্ঞতা অর্জনের দিকেও তার নজর।

    এরই মধ্যে সেই উদ্যোগের একটি বাস্তব রূপ দেখা গেছে উরুগুয়েতে। গত বছর দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে দেশটির চতুর্থ স্তরের একটি ফুটবল ক্লাব চালু করেন মেসি। দুজনের নামের আদ্যক্ষর থেকে ক্লাবটির নাম রাখা হয়েছে। অল্প সময়েই ক্লাবটি উল্লেখযোগ্য সংখ্যক সদস্য ও পেশাদার কর্মীর সমন্বয়ে একটি সংগঠিত কাঠামো গড়ে তুলেছে।

    তরুণ ফুটবলারদের বিকাশেও ভূমিকা রাখতে চান মেসি। সে লক্ষ্যেই শুরু করেছেন অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘মেসি কাপ’। বিশ্বের বিভিন্ন ফুটবল একাডেমির দল এতে অংশ নেয়। প্রথম আসরে শিরোপা জিতেছে আর্জেন্টিনার একটি পরিচিত ক্লাব।

    সব মিলিয়ে ভবিষ্যতের নানা পরিকল্পনা থাকলেও আপাতত খেলোয়াড় হিসেবেই মনোযোগী মেসি। ইন্টার মায়ামির হয়ে নতুন মৌসুম শুরু করবেন ফেব্রুয়ারিতে। আর জুনে অনুষ্ঠেয় ২০২৬ ফুটবল বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না—সে প্রশ্নও এখন ফুটবলপ্রেমীদের আলোচনায়।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…