এইমাত্র
  • বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!
  • চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব
  • তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান
  • বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান
  • পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান
  • গুলশানে একটু পরে শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
  • শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল
  • রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা
  • কিশোরগঞ্জ-২ আসনে আলোচনায় এক পরিবারের ত্রিমুখী রাজনীতি
  • আজ শনিবার, ২৬ পৌষ, ১৪৩২ | ১০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

    তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

    উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। 

    শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জেলাজুড়ে নেমে আসে কনকনে ঠাণ্ডা। তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তা আরও কমে দাঁড়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। যা ছিল আজ দেশের সর্বনিম্ম তাপমাত্রা। আগের দিন বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি এবং সকাল ৯টায় ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা তার আগের দিনের তুলনায় কম।

    ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গেছে। গত তিন দিন ধরে রোদের দেখা মিললেও সারা দিনই হিমেল বাতাসে শীতের অনুভূতি তীব্র ছিল। মধ্যরাতের দিকে বাতাসে ছোট ছোট কুয়াশার কণা ভেসে বেড়াতে দেখা গেছে। সকালে শিশির পড়েছে ঘাস ও ফসলের জমিতে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কে ভারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

    শীতের প্রভাব পড়েছে কর্মজীবী মানুষের ওপর। নদী থেকে বালু ও পাথর উত্তোলনে নিয়োজিত শ্রমিকদের হাত-পা অবশ হয়ে আসছে। কৃষি শ্রমিকদের জন্যও মাঠে কাজ করা কষ্টকর হয়ে উঠেছে। এদিকে জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। বেশিরভাগ রোগী শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসছেন। অতিরিক্ত শীতের কারণে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, টানা কয়েক দিন সূর্যের দেখা না মিললেও গত তিনদিন থেকে দুপুরের দিকে সূর্যের দেখা মিলছে। সূর্যের তেজ কম থাকলেও যতটুকু উত্তাপ ছড়িয়েছিল তাতে জনজীবনে কিছুটা স্বস্তি দেখা যায় জানুয়ারী জুড়ে তাপমাত্রার উঠা-নামা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…