এইমাত্র
  • মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু আইসিইউতে
  • ময়মনসিংহে গাছের নিচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু
  • সিরাজগঞ্জে রাতের আঁধারে লুট হচ্ছে যমুনার বালু
  • সংস্কৃতির বেড়াজাল ডিঙিয়ে লক্ষ্মীপুরে ফরাসি তরুণী
  • এবারের নির্বাচন হবে ঐতিহাসিক: ইইউ
  • শোকজের জবাব দিলেন ধানের শীষের প্রার্থী অমিত
  • ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ
  • খুনি হাসিনা বিনা কারণে আমাকে ১৪ বছর বন্দি করে রাখে: এ টি এম আজহার
  • প্রাণ বাঁচাতে অর্ধশত আরসা সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ
  • ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
  • আজ রবিবার, ২৮ পৌষ, ১৪৩২ | ১১ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৪২ এএম
    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৪২ এএম

    নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

    শিপন সিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৪২ এএম
    ছবি: সংগৃহীত

    নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একরামপুর এলাকায় আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। 

    শনিবার (১০ জানুয়ারি) রাতে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

    দগ্ধরা হলেন- প্রকৌশলী তারেক (২৬), মেকানিক মো. খোরশেদ (৩৫), মেকানিক ফেরদৌস (৩৫), অপারেটর মো. মঞ্জুর (২৮), অপারেটর হাবিব (৪৩), অপারেটর মো. রাকিবুল (২৫) এবং গাড়িচালক মো. হান্নান (৪৬)। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও শ্রমিকরা জানান, রাত ৮টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ৮ জন শ্রমিক দগ্ধ অবস্থায় কারখানার ফটকের সামনে এসে আর্তনাদ করতে থাকে। পরে কারখানার লোকজন ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়। 

    কারখানার ব্যবস্থাপক মো. শুভ জানান, বিস্ফোরণে বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায় এবং হিট এক্সচেঞ্জার মেশিনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই বিস্ফোরণে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের।

    বম্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় জানান, বিস্ফোরণের খবর পেয়ে তারা ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।

    বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও বন্দর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে কারখানা কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারি সিমেন্ট কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণ হয়েছে। এতে আটজন আহত হয়েছেন।’

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…