এইমাত্র
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • যেকোনো মূল্যে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে: তারেক রহমান
  • ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
  • হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ
  • সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান ও জামানতসহ বিভিন্ন বিষয়ে ইসির পরিপত্র
  • প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
  • মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    অভিনয় করতে করতে শরীরে ক্লান্তি এলেও মনে ক্লান্তি আসেনা: খায়রুল বাসার

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

    অভিনয় করতে করতে শরীরে ক্লান্তি এলেও মনে ক্লান্তি আসেনা: খায়রুল বাসার

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

    এ প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেতা খায়রুল বাসার। সাবলীল অভিনয় ও চমৎকার বাচনভঙ্গির জন্য খুব অল্প সময়েই দর্শকের মন জয় করতে সমর্থ হন। এরই মধ্যে বাংলা নাটকের দর্শকের মধ্যে তিনি অভিনয় দিয়ে নিজের একটি আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন খায়রুল বাসার। ক্যারিয়ারের শুরু থেকেই ভালো গল্প ও চরিত্রের প্রতি সজাগ দৃষ্টি ছিল তার। এখনো সে ধারা বজায় রেখেছেন।

    খায়রুল বাসারকে নিয়ে যারা নাটক প্রযোজনা ও নির্মাণ করতে চান, তারাও জানেন তার নাটকের গল্প ও চরিত্র ভালো হওয়া ভীষণ জরুরি। সাম্প্রতিক সময়ে একের পর এক ইউটিউবে প্রকাশ পাওয়া রুবেল হাসানের 'দূরদেশ', জুবায়ের ইবনে বকরের 'খুনসুটি', মারুফ হোসেন সজীবের 'আমি এখানেই থাকবো', ওমর ফারুকের 'চোখ যে মায়ের কথা বলে' নাটকগুলো দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

    এ নাটকগুলোর প্রত্যেকটি চরিত্রেই খায়রুল বাসার অনবদ্য অভিনয় করেছেন। তিনি জানান, এরই মধ্যে তিনি বেশ কয়েকজন পরিচালকের কাজ করেছেন। তারা হচ্ছেন সাগর জাহান, মিজানুর রহমান আরিয়ান, ভিকি জাহেদ, আশিকুর রহমান, সাইফুল খান, সাজ্জাদ হোসাইন বাপ্পী, রাফাত মজুমদার রিংকু, পথিক সাধন, মুরসালিন শুভ। এ কাজগুলো আগামী ঈদে কিংবা আগামী ভালোবাসা দিবসে প্রচারের জন্য নির্মাণ হয়েছে। কারো কারো পরিচালনায় আবার তিনি দুটি নাটকেও কাজ করবেন। খায়রুল বাসার এরই মধ্যে ব্র্যাকের একটি জনসচেতনতামূলক তথ্যচিত্রেও অংশ নিয়েছেন। ১২ পর্বের এ তথ্যচিত্রে তার সঙ্গে আরো আছেন মনোজ প্রামাণিক ও কেয়া পায়েল।

    এদিকে আজ খায়রুল বাসারের জন্মদিন। মায়ের সঙ্গে আজকের দিনটি বিশেষভাবে কাটাবেন বলে তিনি শুটিং রাখেননি। আবার আগামীকাল থেকে টানা বেশ কয়েকদিন জামালপুরে একটি নাটকের শুটিংয়ে থাকবেন। দর্শকের ভালোবাসায় খায়রুল বাসার হয়ে ওঠা, অভিনয়ে মগ্ন থাকা ও জন্মদিন প্রসঙ্গে খায়রুল বাসার বলেন, 'অভিনয় করতে ভীষণ ভালো লাগে আমার। অভিনয় করতে করতে শরীরে ক্লান্তি এলেও মনে কোনো ক্লান্তি আসে না। অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই শরীরের সে ক্লান্তিও তৎক্ষণাৎই সরে যায়। দর্শক আমাকে তাদের ভালোবাসায় রেখেছেন। তারা আমার অভিনীত নাটকগুলো যে মনোযোগ দিয়ে দেখেন, সেটা আমি উপলদ্ধি করতে পারি। যে কারণে আগামীতে আরো ভালো গল্পের নাটকে অভিনয় করতে চাই। আমি সবার সঙ্গেই অভিনয় করতে চাই, কারণ প্রত্যেক শিল্পীরই নিজস্বতা আছে। এ জন্মদিনে মায়ের সঙ্গে সময় কাটাব, মায়ের হাতের রান্না করা মজার মজার খাবার খাব। সবার দোয়া চাই।'

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…