এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ১১

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:৩৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:৩৪ পিএম

    ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ১১

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:৩৪ পিএম
    ছবি: আনন্দবাজার

    ভারতের তামিলনাড়ুতে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১১ জনের। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর শিবগঙ্গায়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, নিহতদের মধ্যে এক শিশু এবং আট জন মহিলাও রয়েছেন। পথ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বাস দুর্ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন।

    শিবগঙ্গার করাইকুড়ি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, একটি বাস করাইকুড়ির দিকে যাচ্ছিল। অন্যটি যাচ্ছিল মাদুরাইয়ের দিকে। সেই সময়েই করাইকুড়ির অদূরে তিরুপাতুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় দু’টি বাসই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের অভিঘাত দেখে অনুমান করা হচ্ছে, দু’টি বাসই বেশ গতিতেই এগোচ্ছিল।

    দুর্ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। বাসের মধ্যে আটকে পড়েন বহু যাত্রী। স্থানীয় বাসিন্দারাই প্রথমে তাঁদের উদ্ধারের কাজে হাত লাগান। খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও। পরে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা মিলে দুর্ঘটনাগ্রস্ত বাস দু’টি থেকে যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনাস্থলের যে ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা থেকেই সংঘর্ষের অভিঘাত স্পষ্ট। একটি বাসের সামনের দিকের অনেকটা অংশ ভেঙে মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

    গুরুতর আহত অবস্থায় যাত্রীদের শিবগঙ্গার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। বাসগুলির গতি বেশি ছিল কি না বা সেগুলির মধ্যে কোনওটিতে যান্ত্রিক গোলযোগ ছিল কি না— সকল দিক খতিয়ে দেখছেন আধিকারিকেরা। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কারণ এখনও স্পষ্ট নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

    গত সপ্তাহেই তামিলনাড়ুর তেনকাসি জেলায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছ’জনের মৃত্যু হয়েছিল। এ বার ফের দু’টি বাস দুর্ঘটনার কবলে পড়ল তামিলনাড়ুতে।

    সূত্র: আনন্দবাজার।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…