মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্মাণাধীন একটি দোতলা পাকা বাড়ি থেকে শাকিল (৩০) নামে এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুর হোসেন (৩৫) নামে আরেক রংমিস্ত্রিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম ওরফে মনু হুজুরের নির্মাণাধীন দুই তলা পাকা বাড়ির দ্বিতীয় তলার শৌচাগারের ফলস ছাদের ভেতর থেকে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়।
শাকিলের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপর রংমিস্ত্রি নুর হোসেন মাদারীপুর জেলার রাজৈর থানার চর মোস্তফাপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদার গোবিন্দ বিশ্বাসের মাধ্যমে ওই ভবনে দুইজন রংমিস্ত্রি কাজ করছিলেন। সোমবার বিকেলে ঠিকাদার কাজের খোঁজ নিতে এসে রংমিস্ত্রিদের ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে খোঁজ শুরু করেন। একপর্যায়ে তিনি শাকিলকে মৃত এবং নুর হোসেনকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় নুর হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে মাদকদ্রব্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এনআই