এইমাত্র
  • হাদি হত্যার আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ
  • জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি
  • কোচ নাকি ক্লাব মালিক, অবসরের পর কোনটি বেছে নেবেন মেসি?
  • অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
  • মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ
  • বিএনপি নেতা সাইফুল হত্যা মামলায় একজন গ্রেপ্তার
  • কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত
  • গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমির খসরু
  • বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে আইসিসির প্রতিশ্রুতি
  • রায়পুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় জরিমানা
  • আজ বুধবার, ২৪ পৌষ, ১৪৩২ | ৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুয়াকাটায় ভাড়াবাসা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম

    কুয়াকাটায় ভাড়াবাসা থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম

    পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়াবাসা থেকে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

    সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত গৃহবধূর নাম আরিফা আক্তার (১৭)। তিনি বরিশালের বায়োরগাতি এলাকার আব্দুল খালেক হাওলাদারের মেয়ে। তাঁর স্বামীর নাম রিফাত (২১), তিনিও একই এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস ধরে দম্পতি কুয়াকাটায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রিফাত স্থানীয় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।

    প্রতিবেশী আক্কাস জানান, রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় আরিফার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় রিফাতকে ঘরের দরজার কাছে বসে থাকতে দেখা যায়।

    পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে হেফাজতে নেয়।

    এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, “৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পটুয়াখালী থেকে সিআইডির একটি টিম ঘটনাস্থলে আসছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…