এইমাত্র
  • বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!
  • চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব
  • তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত
  • বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান
  • বিএনপির বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: নজরুল ইসলাম খান
  • পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান
  • গুলশানে একটু পরে শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
  • শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল
  • রাতেই আসতে পারে তারেক রহমানের ভারমুক্তের ষোঘণা
  • কিশোরগঞ্জ-২ আসনে আলোচনায় এক পরিবারের ত্রিমুখী রাজনীতি
  • আজ শনিবার, ২৬ পৌষ, ১৪৩২ | ১০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নৌ সদস্যসহ নিহত তিন, আহত ১০

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম
    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

    মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নৌ সদস্যসহ নিহত তিন, আহত ১০

    জাবেদুল ইসলাম, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

    চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছে একটি সেন্টমার্টিন ট্রাভেলস স্লিপার বাস। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নৌবাহিনীর মার্চেন্ট সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ধুমঘাট ফরেস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় নিহত নৌবাহিনীর মার্চেন্ট সদস্যের নাম নাফিজ আহমেদ অয়ন। তিনি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামের বাসিন্দা।

    জানা গেছে, ১০ দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুরে নিজ কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। অপর দুই নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

    দুর্ঘটনার পর গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর তরুণ কর্মকর্তা ছিলেন।

    জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই ট্রাকটিকে নিয়ন্ত্রণ হারিয়ে সেন্টমার্টিন ট্রাভেলসের স্লিপার বাসটি ধাক্কা দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে এবং নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…