এইমাত্র
  • বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশ মাথা পেতে নিলেন
  • বিক্ষোভ প্রশমনে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি ইরানের
  • জমে থাকা ক্ষোভ আর লোভে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থী নিলির
  • এবার ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার, যে ব্যাখ্যা দিল বিসিবি
  • উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি
  • ঢাকা পর্বে বিপিএলের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা, কিনবেন যেভাবে
  • ফুলবাড়ী সীমান্তে ফের সড়ক নির্মাণ বিএসএফের
  • দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি
  • জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন
  • ৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে
  • আজ রবিবার, ২৮ পৌষ, ১৪৩২ | ১১ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কসবায় আওয়ামী লীগের সদস্য হয়েও জামায়াতের ওয়ার্ড আমির!

    শাহপরান, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম
    শাহপরান, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

    কসবায় আওয়ামী লীগের সদস্য হয়েও জামায়াতের ওয়ার্ড আমির!

    শাহপরান, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান সম্প্রতি জামায়াতে ইসলামীর ওয়ার্ড আমির নির্বাচিত হয়েছেন। তবে একই সঙ্গে তিনি আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সদস্য হিসেবেও তালিকাভুক্ত রয়েছেন বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের ২০১৯ সালে ঘোষিত ১০১ সদস্যবিশিষ্ট কমিটির ৩১ নম্বর সদস্য। অতীতে তিনি আওয়ামী লীগের বিভিন্ন সভা-সমাবেশ ও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করতেন। স্থানীয়দের একাংশের দাবি, সে সময় তিনি তৎকালীন সরকারের প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

    এদিকে প্রায় এক বছর আগে মিজানুর রহমান জামায়াতে ইসলামীর খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমির নির্বাচিত হন। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

    খাড়েরা ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সভাপতি নাসিরুদ্দিন অভিযোগ করে বলেন, ‘পূর্ববর্তী সরকারের সময় তিনি আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে নানা সুবিধা ভোগ করেছেন। এখন রাজনৈতিক বাস্তবতা বদলানোর পর নিজের অবস্থান রক্ষায় নতুন দলে আশ্রয় নিয়েছেন। জনগণ এসব বিষয় সম্পর্কে সচেতন।’

    কৃষক দলের সদস্যসচিব বাবুল মিয়া বলেন, ‘একজন জনপ্রতিনিধির এভাবে বারবার রাজনৈতিক অবস্থান পরিবর্তন জনমনে হতাশা তৈরি করে। আদর্শের রাজনীতির বদলে এখানে ব্যক্তিস্বার্থই মুখ্য হয়ে উঠছে।’

    তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘আমি আগে ইউপি সদস্য ছিলাম, এখনও আছি। হয়তো সে কারণেই আওয়ামী লীগের কোনো কমিটিতে আমার নাম থেকে গেছে। কে কখন নাম অন্তর্ভুক্ত করেছে, তা আমার জানা নেই। সাধারণত যে সরকার থাকে, মানুষ তার সঙ্গেই চলার চেষ্টা করে।’

    জামায়াতে ইসলামীর খাড়েরা ইউনিয়ন শাখার আমির শরীফ উদ্দিন জানান, প্রায় এক বছর আগে মিজানুর রহমানকে ৮ নম্বর ওয়ার্ডের আমির হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি আওয়ামী লীগের কোনো কমিটির সদস্য—এমন তথ্য তার জানা ছিল না।

    কসবা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী বলেন, ‘মিজানুর রহমান আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন—এ তথ্য আমাদের অজানা। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে দলীয়ভাবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…