এইমাত্র
  • ২৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত
  • বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশ মাথা পেতে নিলেন
  • বিক্ষোভ প্রশমনে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি ইরানের
  • জমে থাকা ক্ষোভ আর লোভে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থী নিলির
  • এবার ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার, যে ব্যাখ্যা দিল বিসিবি
  • উ. কোরিয়ার সীমান্তে ড্রোনের হানা, সিউলকে উনের বোনের কড়া হুঁশিয়ারি
  • ঢাকা পর্বে বিপিএলের টিকিটের দাম সর্বনিম্ন ২০০ টাকা, কিনবেন যেভাবে
  • ফুলবাড়ী সীমান্তে ফের সড়ক নির্মাণ বিএসএফের
  • দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি
  • জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন
  • আজ সোমবার, ২৮ পৌষ, ১৪৩২ | ১২ জানুয়ারি, ২০২৬
    খেলা

    এবার ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার, যে ব্যাখ্যা দিল বিসিবি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

    এবার ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার, যে ব্যাখ্যা দিল বিসিবি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

    আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন।

    রবিবার ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ার হিসেবে তাকে দেখা যাওয়ার পর ক্রিকেট মহলে নানা আলোচনার সৃষ্টি হয়।

    অনেকেই প্রশ্ন তুলছেন, বিসিবি যেখানে ভারতকে অনিরাপদ বলছে, সেখানে একজন বোর্ড কর্মকর্তা হয়ে তিনি কীভাবে ভারত সফর করছেন? এই ধোঁয়াশা কাটাতে রবিবার মুখ খুলেছেন বিসিবির আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান।

    ইফতেখার রহমান সংবাদমাধ্যমকে জানান, সৈকতের ভারত সফরের জন্য বিসিবির কোনো অনাপত্তিপত্র বা এনওসির প্রয়োজন নেই। কারণ, তিনি আইসিসির এলিট প্যানেলের একজন চুক্তিবদ্ধ আম্পায়ার। বিসিবির সঙ্গে তার চুক্তিটি মূলত আম্পায়ার এডুকেশন বিভাগের প্রধান হিসেবে, যা আইসিসির অ্যাসাইনমেন্ট থাকলে শিথিলযোগ্য।

    ইফতেখার বলেন, সৈকত বাংলাদেশি আম্পায়ার হলেও তিনি আইসিসির অধীনে কাজ করেন। তিনি আইসিসির চুক্তিবদ্ধ আম্পায়ার, আমাদের (বিসিবি) চুক্তিবদ্ধ নন। আমাদের চাকরির চুক্তিতে স্পষ্ট লেখা আছে যে, আইসিসির কোনো দায়িত্ব থাকলে তিনি স্বয়ংক্রিয়ভাবেই বিসিবি থেকে ছুটি পাবেন। এখানে অনুমতি দেওয়া বা না দেওয়ার কোনো এখতিয়ার আমার নেই। 

    তাই আইসিসি যখন যেখানে চাইবে, সেখানে তিনি যেতে বাধ্য। যদি না তার ব্যক্তিগত কোনো আপত্তি থাকে।

    চলমান বিপিএলের কয়েকটি ম্যাচ পরিচালনা করা সৈকত বর্তমানে আইসিসির দায়িত্ব পালনে ভারতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। 

    উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপসহ দুই শতাধিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেলের ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে। ভারতের মাটিতে টুর্নামেন্ট হওয়া নিয়ে বিসিবির আপত্তি থাকলেও আইসিসির নিয়োগপ্রাপ্ত আম্পায়ার হিসেবে তাদের অংশগ্রহণ অনেকটা নিশ্চিত।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…