দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অচিন্তপুর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধারকরেছে ফুলবাড়ী-২৯ বিজিবির অচিন্তপুর বিওপি’র সদস্যরা।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার,পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানকালে উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের কোনো মালিক বা বহনকারী উপস্থিত ছিলেন না। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার টাকা। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত নজরদারি এবং গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় সিজার করা হয়েছে। যদিও কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে বিজিবি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করেছে।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও সীমান্তে মাদক ও চোরাচালানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তারা সর্বদা কঠোর অবস্থানে থাকবে।
এনআই