নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যেতে চাইছে না বাংলাদেশ। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে চিঠি চালাচালি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতের সাথে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কা। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তরের দাবি তুলেছে বাংলাদেশ। যদিও এখনো বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি আইসিসি। রই মধ্যে নাকি পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রোববার (১১ জানুয়ারি) সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।
পিসিবির বরাত দিয়ে তারা জানায়, পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়েছে তারা।
সূত্রের মতে, এর আগেও পাকিস্তান সফলভাবে বড় আইসিসি ইভেন্ট আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি এবং আইসিসি উইমেনস কোয়ালিফায়ার। ফলে বাংলাদেশের ম্যাচগুলো সুষ্ঠুভাবে আয়োজন করতে পিসিবি সম্পূর্ণ সক্ষম।
এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি দাবি করেছে, বিসিবি চাইছে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে গেলে দলের প্রতিটি সদস্যের জন্য আলাদা নিরাপত্তা নিশ্চয়তা। এতে শুধু খেলোয়াড় নয়, কোচ, সাপোর্ট স্টাফ, কর্মকর্তা—সবাই এর অন্তর্ভুক্ত।
যদিও আইসিসির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, এখন আর সূচি ও ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। সম্প্রচারক ও আয়োজকদের প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেছে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার কথা। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।
আরডি