প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এসব ব্যানার সচিবালয়ের বিভিন্ন ভবনে ঝুলছে। এ দিকে নির্বাচন পর্যন্ত গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা রয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সচিবালয়ের বিভিন্ন ভবনে ব্যানারগুলো টানানো দেখা গেছে।
৪ নম্বর ভবনে বড় ধরনের গণভোটের ব্যানার টাঙানো হয়েছে। ৬ নম্বর ভবনের সামনের দিকে টানানো
ব্যানারে লেখা আছে, গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।
সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। এমন ১১টি বিষয় সংবলিত ব্যানার ঝোলানো হয়েছে।
এর আগে গত ৭ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং প্রচারণা সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য চিঠি পাঠানো হয়। সেখানে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের বিষয়ে ভোটারদের ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।
এইচএ