এইমাত্র
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হচ্ছেন ৩০ জন
  • নবম পে-স্কেলের দাবিতে কঠোর কর্মসূচির পথে সরকারি চাকরিজীবীরা
  • টেংরাটিলা বিস্ফোরণে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ
  • জামায়াত নেতা নিহত হওয়ার পর ঝিনাইগাতীতে ইউএনও–ওসি প্রত্যাহার
  • ইরানি বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী তালিকাভুক্ত’ করবে ইউরোপীয় ইউনিয়ন
  • জব্দ করা একটি ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া
  • চতুর্থবারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন সাবিনাদের ছাদখোলা বাসে সংবর্ধনা
  • ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের
  • আজ শুক্রবার, ১৬ মাঘ, ১৪৩২ | ৩০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে মুন্সিগঞ্জের ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

    বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে মুন্সিগঞ্জের ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

    বিএনপির দলীয় সিদ্ধান্তে বহিষ্কৃত হওয়ার পর ব্যতিক্রমী প্রতিক্রিয়া দেখিয়ে আলোচনায় এসেছেন মুন্সিগঞ্জের শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। বহিষ্কারের খবর প্রকাশের পরপরই তিনি প্রকাশ্যে মিষ্টি বিতরণ করেন, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শ্রীনগর বাজার ও সদর ইউনিয়ন পরিষদ এলাকার পথচারী ও দোকানিদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তাজুল ইসলাম। এ সময় অনেকেই ঘটনাটিকে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর ভিন্নধর্মী প্রতিবাদ হিসেবে দেখছেন।

    দলীয় সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, মো. তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনাসহ আরও কয়েকজন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

    বহিষ্কারের ঘটনায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, শ্রীনগর বাজারে প্রকাশ্যে মিষ্টি বিতরণের ঘটনাটি স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

    এ বিষয়ে মো. তাজুল ইসলাম বলেন, আমি প্রায় ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ সময়ে বহু মামলা মোকাবিলা করেছি। অথচ কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই আমাকে বহিষ্কার করা হয়েছে। কী কারণে বহিষ্কার করা হলো, তা এখনও জানানো হয়নি। যারা আওয়ামী লীগ আমলে সুবিধা নিয়েছে, তাদের জায়গা করে দিতেই আমাকে ও আরও কয়েকজন ত্যাগী নেতাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

    দলীয় ও স্থানীয় সূত্র জানায়, মো. তাজুল ইসলাম শ্রীনগর উপজেলা ছাত্রদল, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদল, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল, যুবদল, কেন্দ্রীয় যুবদল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল এবং শ্রীনগর উপজেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

    উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন শেখ মো. আব্দুল্লাহ। তবে একই আসনে বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী মো. মমিন আলী বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে মো. তাজুল ইসলাম মমিন আলীর পক্ষে দলীয় মনোনয়ন দাবিতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…