আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার কথা জানিয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি জানান তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন ৬ টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এসময় তিনি বলেন, সামিরা আজিম দোলা, আমাদেরই মেয়ে। প্রাক্তন এমপির কন্যা। আসন্ন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো ও প্রতিযোগীতার মাঠে ছিলো। কিন্তু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে ৩ লাকসাম মনোহরগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালাম ভাইকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত।
আমাদের প্রথম প্রয়োজন দলকে ক্ষমতায় আনা। আগামী দিনে দেশকে যদি সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় এবং সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এই চিন্তায় সবাই একমত হয়ে আমি যেমন নিজের সিট ক্লোজ করেছি তেমনি আজ সামিরা আজিম দোলাও ক্লোজ করলো।
এ সময় সামিরা আজিম দোলা বলেন, আজ আমি আমার নেতাকর্মীদের সবাইকে অনুরোধ করছি, আমরা এক সাত হয়ে দলের বৃহত্তর স্বার্থে দেশের জন্য ও জাতির জন্য ধানের শীষের পক্ষে একসাথে কাজ করি। আমি ধন্যবাদ জানাচ্ছি হাজী ইয়াসিন কাকাকে যিনি এত বড় পদক্ষেপ নিয়েছেন। আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। আজ আমরা আমার নেতাকর্মী সবাইকে নিয়ে এখানে এসেছি। তারেক রহমানের নির্দেশে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে আমরা এখানে এসেছি। সবাই দোয়া করবেন।
সময় কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ আসনের মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন, প্রথমে আমি প্রিয় হাজী ইয়াসিন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি লাকসামবাসীকে এমন বিরল মুহূর্ত উপহার দেওয়ার জন্য। দোলা আজিম, রশিদ আল হোসাইনি, সাংবাদিক শফিকুর রহমান, সাবেক সচিব জাহাঙ্গীর ভাই সহ অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। তাই একটি আসন থেকে এতজন মনোনয়ন প্রত্যাশা খুবই স্বাভাবিক বিষয়। প্রতীক বরাদ্ধের আগে কয়েকজন আমার সাথে একাত্মতা পোষণ করলেও আমাদের প্রিয় ভাতিজি সামিরা আজিম দোলা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন। আমি বলব এটা তার নৈতিক অধিকার। কিন্তু সবশেষে, দল এবং দেশের স্বার্থে সামিরা আজিম দোলা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করায় আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মধ্যে অতীতেও কোন দ্বন্দ্ব ছিল না এবং থাকবে না আগামীতে ইনশাল্লাহ।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মনোহরগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান দোলন।
এসময় লাকসাম-মনোহরগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এফএস