এইমাত্র
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, অনলাইনে দেবেন যেভাবে
  • প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা
  • জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত
  • উল্লাপাড়ার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • ভারত–পাকিস্তান ম্যাচে এলিট বাহিনী নামাচ্ছে শ্রীলঙ্কা
  • কটিয়াদীতে সম্পত্তি বিরোধে টেঁটার আঘাতে বাবা–ছেলে আহত
  • ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে ব্যর্থ সরকার’
  • ‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’
  • ‘পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই’
  • চৌহালীতে সাবেক এমপি মেজর (অব.) মনজুর কাদেরের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
  • আজ বৃহস্পতিবার, ১৬ মাঘ, ১৪৩২ | ২৯ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    জেলগেটে স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন সাদ্দাম

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম

    জেলগেটে স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন সাদ্দাম

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম

    বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম ৫ বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন কানিজ সুবর্ণা স্বর্ণালীকে। তাঁদের দাম্পত্য জীবনে ৯ মাস আগে জন্ম নেয় সেহজাদ হোসেন নাজিফ। জন্মের পর থেকে সন্তানের মুখ দেখতে পারেননি সাদ্দাম। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। স্বামীকে মুক্ত করতে না পারার হতাশা শেষ পর্যন্ত কেড়ে নিয়েছে স্বর্ণালী ও শিশু সন্তান নাজিফের জীবন।

    শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে স্ত্রী ও সন্তানের নিথর দেহ শেষবারের মতো ছুঁয়ে দেখলেন সাদ্দাম। একমাত্র সন্তানের মরদেহ বুকে জড়িয়ে এ সময় তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন।

    স্বর্ণালীর ভাই শুভ হাওলাদার জানান, তাঁর বোনের স্বামী সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে মৌখিকভাবে বাগেরহাট জেলা প্রশাসনকে অবহিত করার পর জানানো হয়, সাদ্দাম যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি। এ বিষয়ে যশোর জেলা প্রশাসনের অনুমোদন নিতে হবে। সময় স্বল্পতার কারণে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, শেষবারের মতো জেলগেটে স্ত্রী ও সন্তানের মরদেহ সাদ্দামকে দেখানো হবে। এরপর যশোর কেন্দ্রীয় কারাগারে যোগাযোগ করে শনিবার সন্ধ্যায় স্বর্ণালী ও নাজিফের মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়।

    সাদ্দামের স্বজনরা জানান, হাসি-খুশির একটি পরিবার মুহূর্তেই শেষ হয়ে গেল। এমন মৃত্যু মেনে নেওয়া সত্যিই কষ্টকর। একমাত্র সন্তানকে জীবিত অবস্থায় কোলে নিতে না পারার মতো দুঃখ আর নেই। প্রথমবার কোলে নিলেন, তাও মৃত অবস্থায়; সেই সাথে স্ত্রীকে হারানোর বেদনা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, জেলগেটে স্ত্রী-সন্তানের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সাদ্দাম। শেষবারের মতো ভালোবেসে বিয়ে করা স্ত্রীর নিথর দেহে হাত বুলিয়ে শিশু সন্তানের মরদেহ বুকে জড়িয়ে নেন। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কিছু সময় পর হুইসেল বাজিয়ে কারাগার থেকে বের হয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয় লাশবাহী অ্যাম্বুলেন্সটি।

    যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, সাদ্দাম গত ১৫ ডিসেম্বর থেকে যশোর কারাগারে রয়েছেন। আইনকানুন মেনে তাঁকে স্ত্রী-সন্তানের মরদেহ দেখানোর পর সাদ্দামকে পুনরায় তাঁর ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ৯ মাসের শিশু সন্তান নাজিফ হোসেনকে পানিতে চুবিয়ে হত্যার পর ঝুলন্ত অবস্থায় মা কানিজ সুবর্ণা স্বর্ণালীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…