এইমাত্র
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, অনলাইনে দেবেন যেভাবে
  • প্রচারণা তুঙ্গে, প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে প্রার্থীরা
  • জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত
  • উল্লাপাড়ার উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • ভারত–পাকিস্তান ম্যাচে এলিট বাহিনী নামাচ্ছে শ্রীলঙ্কা
  • কটিয়াদীতে সম্পত্তি বিরোধে টেঁটার আঘাতে বাবা–ছেলে আহত
  • ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে ব্যর্থ সরকার’
  • ‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’
  • ‘পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই’
  • চৌহালীতে সাবেক এমপি মেজর (অব.) মনজুর কাদেরের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
  • আজ বৃহস্পতিবার, ১৬ মাঘ, ১৪৩২ | ২৯ জানুয়ারি, ২০২৬
    খেলা

    আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশি ক্রিকেটাররা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

    আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশি ক্রিকেটাররা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

    আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুফল হাতেনাতে পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। টানা চার জয়ে অপরাজিত থেকে সুপার সিক্স নিশ্চিত করার পাশাপাশি আইসিসির সর্বশেষ সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ড—তিন বিভাগেই বড় ধরনের উন্নতি করেছেন টাইগ্রেসরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের এই হালনাগাদে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা।

    বাছাইপর্বে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া অর্ধশতক হাঁকিয়ে ব্যাটারদের তালিকায় ২২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৫তম স্থানে উঠে এসেছেন শারমিন আক্তার সুপ্তা। ৪ ইনিংসে ১৫৬ রান করে তিনি বর্তমানে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক।

    শারমিনের পাশাপাশি বড় লাফ দিয়েছেন আরেক ওপেনার দিলারা আক্তার; ৩৩ ধাপ উন্নতি করে তিনি এখন ৭০ নম্বরে। এছাড়া মিডল অর্ডারে ঝড় তোলা সোবহানা মোস্তারী ১১ ধাপ এগিয়ে ৫২তম এবং স্বর্ণা আক্তার ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠে এসেছেন। তবে ছন্দে না থাকা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪ ধাপ পিছিয়ে বর্তমানে ২২ নম্বরে অবস্থান করছেন।

    বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন লেগ স্পিনার রাবেয়া খান। ১ ধাপ এগিয়ে তিনি এখন ১৪তম স্থানে। আরেক লেগি ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩০ নম্বরে। এছাড়া সানজিদা আক্তার মেঘলা (৫৪তম), সুলতানা খাতুন (৮১তম) এবং ফারিহা ইসলাম তৃষ্ণারও (৯৭তম) র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

    অলরাউন্ডারদের তালিকায় বাজিমাত করেছেন স্বর্ণা আক্তার। ১৮ ধাপ এগিয়ে তিনি এখন বিশ্বের ৪৪তম অলরাউন্ডার। এই তালিকায় রিতু মনি ২৩ ধাপ উন্নতি করে ৮৭ নম্বরে এবং সানজিদা আক্তার মেঘলা ১৪ ধাপ এগিয়ে ৯৬তম স্থানে রয়েছেন। রাবেয়া খান ও ফাহিমা খাতুন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও যথাক্রমে ২৮ ও ৩৫তম স্থানে উঠে এসেছেন।

    মাঠের দুর্দান্ত ফর্ম র‍্যাঙ্কিংয়ে প্রতিফলিত হওয়ায় টাইগ্রেস শিবিরে এখন বইছে আনন্দের হাওয়া। সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায়।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…