এইমাত্র
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হচ্ছেন ৩০ জন
  • নবম পে-স্কেলের দাবিতে কঠোর কর্মসূচির পথে সরকারি চাকরিজীবীরা
  • টেংরাটিলা বিস্ফোরণে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ
  • জামায়াত নেতা নিহত হওয়ার পর ঝিনাইগাতীতে ইউএনও–ওসি প্রত্যাহার
  • ইরানি বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী তালিকাভুক্ত’ করবে ইউরোপীয় ইউনিয়ন
  • জব্দ করা একটি ট্যাংকার জাহাজ ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র
  • বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া
  • চতুর্থবারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
  • সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন সাবিনাদের ছাদখোলা বাসে সংবর্ধনা
  • ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের
  • আজ শুক্রবার, ১৬ মাঘ, ১৪৩২ | ৩০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মব সৃষ্টি করে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ভণ্ডুল, গ্রেপ্তার ২

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম

    মব সৃষ্টি করে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ভণ্ডুল, গ্রেপ্তার ২

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘মব’ সৃষ্টি করে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ভণ্ডুল করার অভিযোগ উঠেছে। 

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার বারাংকুলা উচ্চ বিদ্যালয়ে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

    বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে ৫০-৬০ জন বহিরাগত লোক বিদ্যালয়ে চড়াও হয়। তাদের অভিযোগ, অনুষ্ঠানে তাদের যথাযথভাবে নিমন্ত্রণ জানানো হয়নি। এই অজুহাতে তারা বিদ্যালয়ে একটি ‘মব’ বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে এবং অনুষ্ঠানের প্যান্ডেলসহ বিভিন্ন সাজসজ্জা ভাঙচুর করে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশৃঙ্খলা এড়াতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেন।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান এবং বোয়ালমারী সেনাবাহিনী ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাসদস্যরা। তারা সেখানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাবলু মোল্যা (৪৭) ও উজ্জ্বল মিয়া (২০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন।

    এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুজনসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার অপর এজাহারনামীয় আসামি হলেন হারুন মোল্যা (৫৫)।

    আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে জানান, “বিদ্যালয়ে বিশৃঙ্খলা ও অনুষ্ঠানের সাজসজ্জা ভাঙচুরের ঘটনায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তিকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…