এইমাত্র
  • কিছুটা ‍কমেছে সবজির দাম, চড়া তেল-পেঁয়াজ
  • মুক্ত হয় উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা
  • ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা
  • দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস
  • যশোরে পোষা কুকুর-বিড়ালে আক্রান্ত বাড়ছে, টিকা সংকট
  • সব ঠিক থাকলে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে রোববার
  • নওগাঁয় মাদকসহ ১ জন গ্রেপ্তার
  • বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে অগ্নিসংযোগ-বিক্ষোভ-সড়ক অবরোধ
  • নোয়াখালী প্রেসক্লাবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
  • ঢাকার পথে ডা. জুবাইদা রহমান
  • আজ শুক্রবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩২ | ৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভোলায় সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দার ঝড়

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

    ভোলায় সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দার ঝড়

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

    সংবাদ প্রকাশের জেরে 'দৈনিক জনকণ্ঠের' বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি সাংবাদিক রিয়াজ উদ্দিন ফরাজীর নামে ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ দায়ের করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা রবু দালালের বিরুদ্ধে। এতে সাংবাদিক মহলে চলছে নিন্দা ও ক্ষোভ।

    জানা গেছে, গেল ২৫ অক্টোবর ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে 'দৈনিক জনকণ্ঠে' ছাগল ও ভেড়া চুরির সংবাদ প্রকাশ করেন সাংবাদিক রিয়াজ ফরাজি। এই জের ধরে গেল ২ নভেম্বর বরিশাল সাইবার ট্রাইব্যাুনালে সাংবাদিক রিয়াজ ফরাজিকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রবু দালাল।

    রবু দালাল ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হকের ছেলে। তিনি ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি এবং প্বার্শবর্তী ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

    ভুক্তভোগী সাংবাদিক রিয়াজ ফরাজি জানান, বিএনপির প্রভাব খাটিয়ে রবু দালাল বিভিন্ন সময়ে চরের মানুষের ওপর অত্যাচার নির্যাতন ও জুলুম চালিয়ে আসছেন। তার নামে এর আগেও মহিষ চুরি ও গরু ছাগলের খামারে চাঁদাদাবীর অভিযোগে মামলা করেছেন একাধিক ভুক্তভোগী। এখনও দুটি মামলা তজুমউদ্দিন থানায় এফআইআর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও সম্প্রতি মলংচড়া ইউনিয়নের একাধিক ভুক্তভোগীর ছাগল ও ভেড়া চুরি হয়। পরে সেগুলো উদ্ধার করা হলে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেন।

    তিনি অভিযোগ করে আরও বলেন, 'রবু দালাল নিজের অপকর্ম ঢাকতে আমার নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন।'

    এদিকে, সাংবাদিকের নামে ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ দায়েরের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে গেল ৩০ নভেম্বর বিকেলে বোরহানউদ্দিন থানার মোড়ে একটি মানববন্ধন করেন সাংবাদিকরা।

    মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, ‘স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রোনিতভাবে রিয়াজ ফরাজির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের স্বাধীনতা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।’

    এ সময় তারা সাংবাদিক রিয়াজ ফরাজীর বিরুদ্ধে দায়ের করা মামলাকে “মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক” দাবি করে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…