রংপুরের তারাগঞ্জ উপজেলার ১ নম্বর আলমপুর ইউনিয়নের সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম রুবেলকে তারাগঞ্জ কলেজপাড়ার বাসার সামনে থেকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে স্থানীয় পুলিশি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের ওই নেতা দীর্ঘদিন যাবৎ আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম রুবেলের বাড়ি উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর গ্রামে। তার বাবার নাম মো. ওমর আলী।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হবে।
এনআই