যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল গ্যারেজের একজন মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের খোলাডাঙ্গা ফুড গোডাউনের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম সাজ্জাদ হোসেন (৩০)। তিনি সদর উপজেলার পুলেরহাট দিয়ারবাড়ী এলাকার বিল্লালের ছেলে।
জানা গেছে, সাজ্জাদ শহরের চার খাম্বার মোড় সংলগ্ন ফুড গোডাউনের পাশের নাদিম মোটরসাইকেল গ্যারেজের একজন মিস্ত্রি। দুপুরে তিনি গ্যারেজের একটি মোটরসাইকেল মেরামত শেষে মালিককে বুঝিয়ে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে খোলাডাঙ্গা সার গোডাউনের সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে
পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়।
স্থানীয়রা গুরুতর আহত সাজ্জাদকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, মাথা ও বুকে প্রচন্ড আঘাত লাগার কারণে সাজ্জাদের মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) শেখ বাবুল হোসেন জানান, ট্রাকের ধাক্কায় মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনআই