সারাদেশের মতো দক্ষিণাঞ্চলের জেলা বরিশালেও দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। বরিশালের গৌরনদী উপজেলায় হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সকাল থেকেই ঘন কুয়াশা ও হিমেল বাতাসে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না অনেক মানুষ।
সোমবার (৫ জানুয়ারি) সকাল গড়িয়ে দুপুর হলেও দেখা মেলেনি সূর্যের আলো। প্রকৃতির স্বাভাবিক নিয়মে সকালে সূর্য ওঠা ও বিকেলে অস্ত যাওয়ার কথা থাকলেও গৌরনদীতে দিনভর সূর্যের অনুপস্থিতি শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টরকী বন্দর সদর রোড এলাকায় সন্ধ্যা ছয়টার দিকে শীত নিবারণের জন্য খড় ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে ব্যবসায়ীদের। দোকানের সামনে জ্বালানো আগুনের পাশে দাঁড়িয়ে সাময়িক উষ্ণতা নেওয়ার চেষ্টা করেন তারা।
টরকী বন্দরের ব্যবসায়ী রাকিব হোসেন বলেন,“সকালে দোকানে আসার পর থেকেই শীতের কারণে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়েই আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে হচ্ছে।”
ফটোকপি ও স্টেশনারি ব্যবসায়ী লাবিব হোসেন জানান,“গত কয়েকদিনের তীব্র শীতের কারণে দোকানে বেচাকেনা প্রায় নেই বললেই চলে। সন্ধ্যা নামলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। সাতটার মধ্যেই দোকান বন্ধ করে বাড়ি ফিরে যেতে হয়।”
স্থানীয়দের আশঙ্কা, এভাবে শীতের তীব্রতা অব্যাহত থাকলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। দ্রুত শীত মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এনআই