এইমাত্র
  • উল্লাপাড়ায় অবৈধ খিরা ও আলুর হাট, রাজস্ব হারাচ্ছে সরকার
  • ১৪ বছর অপেক্ষার পর ঢাকা-করাচি ফ্লাইট চালু হচ্ছে ২৯ জানুয়ারি
  • ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ঝিনাইদহে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স
  • যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বন্ড নীতির তালিকায় এবার বাংলাদেশ
  • ‘হাদি স্টাইলে’ যশোরে কিলিং মিশনে দুর্বৃত্তরা!
  • ফজলুর রহমানের বৈঠকে আ.লীগ নেতা, তৃণমূলে ক্ষোভ
  • বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল
  • রায়পুরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া
  • নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস
  • আজ বুধবার, ২৪ পৌষ, ১৪৩২ | ৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নওগাঁয় ওমেরা গ্যাস ডিলারের ১ লাখ টাকা জরিমানা

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

    নওগাঁয় ওমেরা গ্যাস ডিলারের ১ লাখ টাকা জরিমানা

    আব্দুল মান্নান, নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

    নওগাঁয় খুচরা ব্যবসায়ীদের কাছে সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে ওমেরা গ্যাসের ডিলার শুভ এন্ড ব্রাদার্সকে এ জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।

    তিনি বলেন, বেশ কিছুদিন ধরে বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম নিয়ে মুনাফা অর্জন করছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে গত তিন দিন ধরে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

    অভিযানকালে ডিলার শুভ এন্ড ব্রাদার্সের মালিক খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা গ্যাস সিলিন্ডারের পক্ষে কোনো বিক্রয় রশিদ দেখাতে পারেননি। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছিলেন। এসব অপরাধে পণ্য ও সেবা যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৫ অনুযায়ী ৪০ হাজার টাকা এবং অবহেলা ও সেবা গ্রহণকারীর অর্থ, স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি সৃষ্টি করায় ধারা ৫৩ অনুযায়ী আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া গত শনি ও রবি—এই দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে আরও ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এ সময় অভিযানে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…