নওগাঁয় খুচরা ব্যবসায়ীদের কাছে সিলিন্ডার গ্যাস বেশি দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে ওমেরা গ্যাসের ডিলার শুভ এন্ড ব্রাদার্সকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে বাজারে সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দাম নিয়ে মুনাফা অর্জন করছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে গত তিন দিন ধরে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানকালে ডিলার শুভ এন্ড ব্রাদার্সের মালিক খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা গ্যাস সিলিন্ডারের পক্ষে কোনো বিক্রয় রশিদ দেখাতে পারেননি। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করছিলেন। এসব অপরাধে পণ্য ও সেবা যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৫ অনুযায়ী ৪০ হাজার টাকা এবং অবহেলা ও সেবা গ্রহণকারীর অর্থ, স্বাস্থ্য ও জীবনের ঝুঁকি সৃষ্টি করায় ধারা ৫৩ অনুযায়ী আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া গত শনি ও রবি—এই দুই দিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে আরও ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এ সময় অভিযানে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এনআই