এইমাত্র
  • বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা
  • বাদ দেওয়া হয়নি, স্বেচ্ছায় সরে দাঁড়ানোর দাবি ভারতীয় উপস্থাপকের
  • হাদি হত্যার আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ
  • জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১১ জানুয়ারি
  • কোচ নাকি ক্লাব মালিক, অবসরের পর কোনটি বেছে নেবেন মেসি?
  • অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
  • মির্জাপুরে বিভাগীয় ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ
  • বিএনপি নেতা সাইফুল হত্যা মামলায় একজন গ্রেপ্তার
  • কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত
  • গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমির খসরু
  • আজ বুধবার, ২৪ পৌষ, ১৪৩২ | ৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ধামরাইয়ে ফসলিজমির মাটি কাটার অপরাধে ট্রাক ও ভেকু জব্দ

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম
    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

    ধামরাইয়ে ফসলিজমির মাটি কাটার অপরাধে ট্রাক ও ভেকু জব্দ

    আব্দুল কাদের, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

    ঢাকার ধামরাই উপজেলার শরীফবাগ এলাকায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ইটভাটার জন্য মাটি কাটার অভিযোগ উঠেছে একদল অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের পাশে ভারারিয়ার পিভিসি ইটভাটা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই এই অবৈধ কার্যক্রম চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

    সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, উর্বর কৃষিজমি থেকে গভীরভাবে মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। এর ফলে কৃষিজমির স্বাভাবিক গঠন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। দিন-রাত ভেকু মেশিন ও ভারী ট্রাক চলাচলের কারণে আশপাশের বসতবাড়ির বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

    অভিযোগ রয়েছে, এই অবৈধ মাটি ব্যবসার সঙ্গে সিহাব ডেইরি মালিক আজহার জড়িত। স্থানীয়দের দাবি, প্রভাব খাটিয়ে প্রশাসনের নজর এড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছেন।

    এলাকাবাসীরা জানিয়েছেন, মাটি কাটার ফলে বহু কৃষকের জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে তারা ফসল উৎপাদনে ব্যর্থ হচ্ছেন। এছাড়া বর্ষা মৌসুমে কাটা গর্তে পানি জমে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে।

    ভুক্তভোগী কৃষক ও সচেতন মহল অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ খালিদ হোসেনকে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত পরিচালনা করেন। অভিযানের সময় জব্দকৃত ট্রাক ও ভেকু মেশিন উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…