এইমাত্র
  • সিআইএর ‘ডাবল এজেন্ট’ অলড্রিখ এইমসের মৃত্যু
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্ববৃহৎ ব্লাকআউট থেকে ফিরেছে বার্লিন
  • নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলছে অস্ট্রেলিয়া
  • ট্রাম্প-নেতানিয়াহুকে ইরানের সেনাপ্রধানের কঠোর হুঁশিয়ারি
  • পিএসএলে নিবন্ধন করলেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি
  • হলফনামা ও রিটার্নের তথ্যে গরমিলকে ‘টাইপিং মিসটেক’ বললেন সারজিস
  • যুক্তরাষ্ট্রের তাড়া করা ট্যাংকারের সুরক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া
  • সাবেক এয়ার চিফ অব স্টাফকে চীনে রাষ্ট্রদূত করে পাঠাল মিয়ানমার
  • হলফনামায় স্বাক্ষর-ছবি না থাকলে মনোনয়ন বৈধ হয় কীভাবে, প্রশ্ন শেখ মজিবুর রহমানের
  • এশিয়ায় প্রথম ডিজিটাল অ্যানাটমি লার্নিং অ্যাপের যাত্রা শুরু
  • আজ বুধবার, ২৪ পৌষ, ১৪৩২ | ৭ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় গ্রামীণফোনের বিক্রয়কর্মী নিহত

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:৩১ এএম
    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:৩১ এএম

    কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় গ্রামীণফোনের বিক্রয়কর্মী নিহত

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১০:৩১ এএম

    কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় আশিক চৌধুরী (২০) নামে গ্রামীণফোনের এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর ভাঙা বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিক চৌধুরী উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মোহর আলী চৌধুরীর ছেলে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, কর্মস্থল থেকে কাজ শেষ করে রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন আশিক। পথিমধ্যে মিরপুর ভাঙা বটতলা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    নিহতের ভাই তুহিন চৌধুরী বলেন, ‘আমার ভাই গ্রামীণফোনে চাকরি করত। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় সে মারা গেছে। আমরা ফেসবুকের মাধ্যমে খবর পাই যে আমার ভাই রাস্তায় মরে পড়ে আছে। পরে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি।’

    মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

    তিনি আরও জানান, নিহতের বাবা ও পরিবারের সদস্যরা বর্তমানে থানায় অবস্থান করছেন। তাদের সঙ্গে আলোচনা করে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…