এইমাত্র
  • আকুর দায় পরিশোধের পরও রিজার্ভ ৩২ বিলিয়নের ওপরে
  • খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে রাস্তার নামকরণ
  • কৃষ্ণ সাগরে রাশিয়াগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
  • যুদ্ধের জন্য ইউক্রেনকে ঋণ দিচ্ছে, আবার রাশিয়ার খরচও জোগাচ্ছে ইইউ
  • তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন
  • অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে
  • সময়ের কণ্ঠস্বরের পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপন আর নেই
  • 'জুলাই বার্তাবীর' সম্মাননা পেলেন সময়ের কণ্ঠস্বরের সাবেক প্রতিবেদক জুনাইদ আল হাবিব
  • টানা হারে নোয়াখালীর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ সৌম্যের
  • পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা গেল
  • আজ বৃহস্পতিবার, ২৫ পৌষ, ১৪৩২ | ৮ জানুয়ারি, ২০২৬
    তথ্য-প্রযুক্তি

    এশিয়ায় প্রথম ডিজিটাল অ্যানাটমি লার্নিং অ্যাপের যাত্রা শুরু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

    এশিয়ায় প্রথম ডিজিটাল অ্যানাটমি লার্নিং অ্যাপের যাত্রা শুরু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

    এশিয়ায় প্রথমবারের মতো মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ VirtuED–এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের যাত্রা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম। একই সঙ্গে যাত্রা শুরু করে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম VirtucareBD।

    VirtucareBD মূলত অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও মিক্সড রিয়েলিটি (এমআর) প্রযুক্তিকে চিকিৎসা শিক্ষা ও সেবার সঙ্গে যুক্ত করার একটি উদ্যোগ। এর লক্ষ্য চিকিৎসা শিক্ষাকে আধুনিক করা, জটিল অস্ত্রোপচারে সহায়তা দেওয়া, রোগ নির্ণয় আরও নিখুঁত করা এবং ডিজিটাল রোগী ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করা।

    এই প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসকরা অস্ত্রোপচারের আগে রোগীর শরীরের অভ্যন্তরীণ গঠন ত্রিমাত্রিকভাবে দেখতে পারবেন। এতে অস্ত্রোপচারের ঝুঁকি কমবে এবং রোগীর নিরাপত্তা বাড়বে। পাশাপাশি ভিআর প্রযুক্তির মাধ্যমে তরুণ চিকিৎসকরা ঝুঁকিহীন পরিবেশে জটিল চিকিৎসা পদ্ধতির অনুশীলনের সুযোগ পাবেন।

    VirtucareBD-এর ফ্ল্যাগশিপ অ্যাপ VirtuED–কে এশিয়ার প্রথম ইমার্সিভ ডিজিটাল অ্যানাটমি লার্নিং অ্যাপ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে মেডিকেল শিক্ষার্থীরা মানবদেহের অঙ্গসংস্থান এআর, ভিআর ও থ্রিডি ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে বাস্তবধর্মীভাবে শিখতে পারবেন। ফলে বইনির্ভর শিক্ষার সীমাবদ্ধতা কাটিয়ে আরও ইন্টারঅ্যাকটিভ শেখার সুযোগ তৈরি হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে সাকিফ শামীম বলেন, VirtucareBD কোনো একক প্রযুক্তি উদ্যোগ নয়; এটি বৈশ্বিক চিকিৎসা জ্ঞান, গবেষণা ও আধুনিক প্রযুক্তিকে একত্র করে বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি বৈজ্ঞানিক মানদণ্ড স্থাপনের প্রচেষ্টা। তিনি বলেন, ডেটাভিত্তিক সিদ্ধান্ত, ইমার্সিভ সিমুলেশন ও রিমোট অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

    অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকসহ দেশের শীর্ষস্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তাঁদের মতে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যখাতে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ সংযোজন।

    ভবিষ্যতে VirtucareBD গবেষণা ও উন্নয়নে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে টেলি-অ্যাসিস্ট্যান্স প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ ও মফস্বল এলাকার স্বাস্থ্যসেবায় পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে। এআর ডিভাইসের সাহায্যে দূর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্থানীয় চিকিৎসকদের দিকনির্দেশনা দিতে পারবেন।

    উদ্যোক্তারা বলছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি কেবল বড় হাসপাতালেই সীমাবদ্ধ থাকবে না; বরং সাধারণ মানুষের কাছেও পৌঁছাবে। এতে একদিকে চিকিৎসকদের দক্ষতা বাড়বে, অন্যদিকে সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসাসেবা পাবে সাধারণ মানুষ। ডিজিটাল বাংলাদেশের স্বাস্থ্যখাত রূপান্তরে VirtucareBD গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…