এইমাত্র
  • ফেসবুকে ভোট চাওয়ায় জামালপুর-২ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ
  • হবিগঞ্জে প্রকাশ্য ‘ইয়াবার’ বিজ্ঞাপন, জনমনে উদ্বেগ
  • ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত
  • ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!
  • ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
  • বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না বিসিসিআই
  • শেরপুরে ১ সপ্তাহে ৮ টি গরু চুরি
  • হ্যাট্রিক হার দিয়ে সিলেট পর্ব শেষ করল রংপুর
  • জাজিরার বিলাসপুরে ৪৫ ককটেল উদ্ধার, আটক ৪
  • ঠাকুরগাঁওয়ে বেদখল হওয়া জমি ৫০ বছর পর ফেরত পেলেন মুক্তিযোদ্ধার সন্তান
  • আজ সোমবার, ২৯ পৌষ, ১৪৩২ | ১২ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    দেওয়ানগঞ্জের ভাসমান সেতু এখন মৃত্যুফাঁদ!

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

    দেওয়ানগঞ্জের ভাসমান সেতু এখন মৃত্যুফাঁদ!

    খোরশেদ আহম্মেদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

    জামালপুরের দেওয়ানগঞ্জ থানা মোড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতুটি এখন স্থানীয় মানুষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে সেতুটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও বিকল্প পথ না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে পারাপার হচ্ছেন দুই পারের শত শত মানুষ।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে প্রয়াত পৌর মেয়র মরহুম শাহ নেওয়াজ শাহানশাহ এই ভাসমান সেতুটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে পৌরসভা মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর শেখ মোহাম্মদ  নুরুন্নবী অপু সেতুটির লোহার  অংশ দিয়ে  মেরামত করেন। 

    তবে বর্তমানে পৌরসভায় প্রশাসক নিয়োগ হওয়ার পর থেকে সেতুটি সংস্কার কিংবা মেরামতের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। 

    সরেজমিনে দেখা গেছে, সেতুর বেশ কয়েকটি অংশে কাঠ ও বাঁশ  ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও দড়ি ছিঁড়ে গেছে, কোথাও লোহার পাটাতন  ভেঙে পড়েছে। 

    এলাকাবাসীরা জানান, এই সেতু দিয়েই তাদের সই সেতুই তাদের স্কুল-কলেজ, বাজার, হাসপাতাল ও থানায় যাতায়াতের একমাত্র ভরসা। বিকল্প কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়েই তারা ঝুঁকি নিচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, বর্ষা মৌসুম আসলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পথচারী জানান, ইতোমধ্যে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, কেউ পড়ে গিয়ে আহত হয়েছেন, আবার কেউ কোনোভাবে প্রাণে বেঁচে ফিরেছেন। বড় কোনো দুর্ঘটনা ঘটার অপেক্ষায় আছে যেন পুরো এলাকা,এমনটাই অভিযোগ তাদের।

    পৌর প্রশাসক মাহামুদুল ইসলাম জানান, ভাসমান সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে। 

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…